তোমার সাথে প্রথম দেখার ক্ষণ, আজ আর মনে
নেই;
শুধু মনে আছে সেই থিরথির শিহরণ ।
অলস দিনের নিরলস কানাকানি, তোমায় আমায়
রাতভোর জাগরণ ।
শ্রাবণ দুপুরে নির্জন চিলেকোঠা, জানলার
পাশে আমার চমকে ওঠা;
তোমার মধুর পরশে বিধুর মন ।
কত যুগ পরে আজও
আছি কাছাকাছি; ভীরু ভাললাগা দৃঢ়তা পেয়েছে,
বলে বড় ভালবাসি
।
আজো আছে
রাতজাগা, তোমার বিরহে আকুলতা আর মিলনে চঞ্চলতা ।
জানি তুমি আছ
সাথে, তবু ভয় হয় যদি পরশ হারাই অজানা ঝড়ের রাতে!
দুহাত ভরিয়ে এত
পাওয়া, তাও আছে আরও কিছু আশা; বিদায় দিনে থাকবে পাশে,
বই, আমার প্রথম
ভালবাসা ।।
khub sundor!
উত্তরমুছুনশেষমেষ বইয়ের প্রতি এই মিনতি...ভাল লাগল
উত্তরমুছুন