তিন মহলা বাড়ির উত্তর কোনে ছোট্ট একটা ঘর,
জানলা দিয়ে উঁকি দেয় একচিলতে আকাশ আর প্রাচীন
আমগাছ।
ঘরজোড়া টেবিলের দুইপাশে দুটি উজ্জ্বল মুখ,
অভিজাত ঠাকুরদা ঘড়ির শাসন এড়িয়ে সেখানে থেমে
গেছে সময়;
ঘড়ির টিকটিক যেন দুরু দুরু হৃদয়ের উন্মুখ
ওঠানামা,
নীরব চোখের ভাষা বয়ে নিয়ে যায় আগামী দিনের
প্রতিশ্রুতি।
অতীতের সেই প্রতিশ্রুতি আজকের অভ্যস্ত বাস্তব,
সময় আজও আছে থেমে আমাদের দুজনের মাঝে;
আজও আমার কাছে তুমি তেইশের যুবক -
তোমার চোখে আমি উনিশের তন্বী,
তবু জানি, ‘সে আজিকে হোল কতো কাল’।
***
থমকে থাকা সময়ের এই গল্প দারুণ
উত্তরমুছুনথমকে থাকা সময়ের এই গল্প দারুণ
উত্তরমুছুন