সোমবার, ৬ জানুয়ারী, ২০১৪

প্রতিচ্ছবি

ফ্ল্যাটের সামনে স্কুল, জানলা দিয়ে দেখি কচি কচি হাসিমুখ;
কত কথা, কত রাগ অভিমান, অনাবিল বন্ধুতা -
ছোট জগতের ছোট ছোট সুখ, নিশ্চিন্ত পরিপূর্ণতা ।
ওদের সমবেত কলতান, যেন ভোরের পাখির গান,
ঘুম ভাঙ্গানিয়া, স্মৃতি জাগানিয়া, অতীতের পিছুটান ।।

জানলার ধারে বসে আছে ঐ মেয়ে, গাল ছুঁয়ে যায় এলোমেলো চুল,
টোল পরা হাসি, আনমনা চোখ;
মন নেই তার পড়ায়,  সে যে কোন অজানায় ভেসে বেড়ায় মিছে,
অশথ গাছের ডগায় বসা লেজ নাড়ানো দোয়েল –
আর নিশেন ওড়া দলছুট এক ঘুড়ির পিছেপিছে ।।  

অলস দুপুরে টিফিনের অবসরে, নিভৃতে একাকী
চুপি চুপি কী যে লেখে;
বন্ধুরা এসে কাড়াকাড়ি করে, আধখোলা খাতা হাতে হাতে ঘোরে
লাজে রাঙা হয় শ্যামলী মেয়ের মুখ ।
ধরা পরে গেছে ভাবুক মনের নিরব আলাপচারিতা
গোপনে লালিত একরাশ স্বরচিত কবিতা ।।  

বেলা শেষের পাখীর কলতানে, মন ফিরে আসে ঘরে;
বুঝি; এতদিন পরও সব একই আছে, ওই খেলা, গান, হাসি –
আর ওই আনমনা মেয়ে ।। 

৪টি মন্তব্য: