শুক্রবার, ১৯ জুন, ২০১৫

নীলচে বিকেল


ধুসর মেঘের ঘনঘটা ছায়া ফেলেছে ছোট ছোট ঢেউয়ের নীলিমায়,
সময় থেমে গেছে ভূমধ্যসাগরীয় দ্বীপের বাঁধানো সমুদ্রপটে; 
তুমি আমি বসে আছি নির্জন বেঞ্চে, সামনে দীগন্তে সমুদ্র ও আকাশ পথ হারা।

প্রাক-সন্ধ্যের মায়াবী বিকেল, আকাশের ধুসরতা আর সমুদ্রের নীলিমায় অদ্ভুত নীলচে।
সময়ের হিসেব হারিয়ে হিসেবী মন আজ ভাষা হারা,
তবু কত কথা বলা হয়ে যায় - 
যা ছিলো না-বলা এতোকাল।

ধীরে ধীরে মেঘের দেয়াল চিড়ে নেমে আসে আলোর ঝর্ণা, মহাকালের আশীর্ব্বাদ নিয়ে;
সেই স্বর্গীয় আভায় নতুন করে তোমাকে দেখি, 
যে দেখা হয়েছ্লি শেষ বহুকাল আগে সময়ের দৌড়ে।

তবে কি ছিলাম অপেক্ষায় এমনি এক নীলচে বিকেলের,
যে রেখে যাবে বসন্তের ছাপ খর গ্রীষ্মের দিনে?


***

ন্যাপফ্লিও, গ্রীস
১৮ ই জুন, ২০১৫

২টি মন্তব্য:

  1. Bhishon bhalo laglo. I like the way love and energy surfaces at the end of your writing. I think, that's what they call hope.... even though sometimes there's touch of pathos blended in with it. That's what they call love and that's why we live on, I guess. Lovely

    উত্তরমুছুন
  2. Bhishon bhalo laglo. I like the way love and energy surface at the end of your writing. I think, that's what they call hope.... even though sometimes there's a touch of pathos blended in with it. That's what they call it love and that's why we live on, I guess. Lovely

    উত্তরমুছুন