শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬

বেগম বাহার

আসমানী রঙে মিষ্টি পাখিটা ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছে তার ডানা,
ডানার ফাঁকে ফাঁকে রুপোলী জোছনা – যেন অভিমানী প্রিয়া;
ঠক্ ঠক্ ঠক্ ঠক্ ছন্দময় আওয়াজ নেশা ধরায় ঝিমোনো দুপুরে,
নিপুণ হাতের সোনারকাঠি ছুঁয়ে যায় ঘুমন্ত আকাশ,
জেগে ওঠে স্বপ্নরাজ্য মায়াজালের সুক্ষ কারুকাজে।
শিল্পীর পেলব আঙুল আত্মমগ্ন টানা পোড়েনের জটিলতায়,
একজোড়া কচিহাত তাঁতের অন্য প্রান্তে পাড় দেয় সুতোয়,
আসমানী রঙে নয়, মন পড়ে আছে তার রঙিন ঘুড়ির পিছে, উন্মুক্ত আকাশে।   

মায়াবী রাতের মধু-জোছনায় ভেসে যাচ্ছে ঘরটা,
ফুলসাজ আর আসমানী বেগমবাহারে নববধূ বেহেস্তের হুরী,
কলকা পাড়ের আঁচল  ঘিরে আছে তার লজ্জানত সুকুমার মুখ,
ভুল হয় বুঝি বা নীলসায়রের মাঝে একখানি শ্বেতপদ্ম -
পাঁপড়ি মেলবে ভোরের শিশিরের ছোঁয়ায়।
সুখস্মৃতি মেখে শাড়ীর ভাঁজে ভাঁজে শুরু হয় নতুন পথচলা,
আলতো আদরে জায়গা পায় জামদানী আলমারির মহার্ঘ কোণায়।

তাঁতঘরের কোণ ঘেঁসে চিলতে দাওয়াটাতে জ্বলছে মাটির উনুন,
ফুটন্ত ভাতের গন্ধে চনমনে বাতাস।
আগুনের তাতে শীর্ণ মুখখানি বিন্দু বিন্দু ঘামে তৈলাক্ত,
কপালে লেপ্টে থাকা চুলে শ্রাবণের ঘনঘটা;
ছেঁড়া শাড়ীর ঘোমটার ফাঁকে মুখখানি আজও মায়া জাগায়।
সুপটু আঙুলের জাদু ছড়িয়ে পড়ে বাহারে জামদানীর অলিতে গলিতে,
একখানা জামরঙা ছাপা, বৌটার জন্যে, – শাড়িটা সারতে হবে তাড়াতাড়ি;
ঠক্ ঠক্ ঠক্ ঠক্ দ্রুত হয় তাঁতের শব্দ, না কি এ শিল্পীর বুকের স্পন্দন!


©1916 ananyapal ALL RIGHTS RESERVED

1 টি মন্তব্য: