বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

এক টুকরো ‘আমি’

এলোমেলো চুলে ঢাকা আধখানা মুখ,
গভীর আবেগে ভেজা ছলছল চোখ;
একান্ত নিরলে, হাতে ‘Gone with the Wind’

ফোনে বন্ধুর সাথে দীর্ঘ অলস কুজন,
বাবাকে সকাল সন্ধ্যে শাসন বারণ;
রাস্তার কুকুরছানা মমতাময়ীর বরই আপন ।

মৃদু টোকা দরজায় মাতাল ঝড়ের রাতে,
আধঘুমে বিছানায় ছুটে আসে সাহসিনী মেয়ে;
নরম হাতে জড়িয়ে ধরে নিশ্চিন্ত আরামে ।

ভোরের আলোয় দেখি তার কচিমুখখানি;
এ তো আর কেউ নয় – এ যে একটুকরো ‘আমি’!

৩টি মন্তব্য: