শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০১৪

অভিমানিনী



ভোরের আলোয় তার বার্তা পেলাম, যেন ঘুম ভাঙানিয়া গান;
হিমেল দিনের রোদের মতই মায়াময় ।
শব্দের বোনা জালে না দেখা বন্ধুর হৃদয়ের উষ্ণতা;
আমি যে কতো দামী তারই অনাবিল আশ্বাস ।
তবু যে কথা ছিল না লেখা, মনকে নাড়িয়ে গেলো তাই,
নরম জোছনার মত নীরবে চুঁইয়ে পরা অভিমান;
সে আমাকে মনে রাখে শতকাজে প্রতিদিন,
আমি আছি তার নিশ্চিন্ত বিশ্বাসে ।
আমার না দেখা বন্ধু সুদূর প্রবাসী, আমি ভুলে আছি তাকে বহুদিন । 
ভালবাসা, প্রেম, বন্ধুতা, এসবই আমার আছে জানি,
তবু এমন নীরব অভিমান, এযে অনেক দামী; অভিমানিনী ।।

1 টি মন্তব্য:

  1. ভাবতে ভালোলাগে আমি কোনো কবির কবিতায় বা উপন্যাসের চরিত্র।
    জীবন যে এত আনন্দের উপাচার রাখে তাওতো ভাবিনি কখনো।
    এখন আমি অমৃতের কন্যা >
    আমি খুশি আমার পুরস্কারে
    শ্রী

    উত্তরমুছুন